#আমিও_মানুষ
অত্যাচারী পুরুষেরা শুনছো?
আমিও তোমার মতো
রক্ত মাংসে গড়া এক মানুষ।
যেহেতু আমার শরীরী নাম নারী,
এ সমাজে আমি তাই নিভৃতচারী।
কিন্তু বিশ্বাস করো আমি মানুষ,
আমিও তোমার মতো একজন মানুষ।।
আমার আছে তোমার মতো এক অভিন্ন সত্তা,
আছে চিন্তা চেতনা, বুদ্ধি বিবেচনা।
করতে পারি অসাধ্য সাধন,
আমি ভাবতে পারি নিজের এবং সবার ভালো,
দুঃসময়ে আমি নিতে পারি কঠিন সিদ্ধান্ত।
করতে পারি জগত আলো তোমারই মতো;
কারণ, বিশ্বাস করো আমিতো মানুষ।।
সুযোগ পেলে আমিও হতে পারি উচ্চশিক্ষিত,
ছুঁতে পারি ঐ আকাশের মেঘমালা;
ঐ পাহাড়ের চুড়োয় উঠতে পারি
বইতে পারি অনেক ভারী বোঝা;
চালাতে পারি আগ্নেয়াস্ত্র কিংবা ধারালো তরবার।
আমিও মানুষ তোমার মতো,
বুঝে নিও তুমি একটিবার।।
আমি রোদের মতো হাসতে পারি,
আমি মেঘের মতো ভাসতে পারি
তোমার দুঃখে নদীর মতো কাঁদতেও পারি,
আশায় বুক বেঁধে তোমাকে সান্ত্বনা দিতে পারি।
হতে পারি সবসময়ে তোমার একমাত্র অবলম্বন
সামলাতে পারি জীবনের সকল টানাপোড়েন;
হ্যাঁ, বিশ্বাস করো আমিই সেই মানুষ।।
আমি জননী, আমি আত্মজা,
আমি জায়া কিংবা প্রেয়সী তোমার;
আমি বাড়িয়ে দেই অকৃত্রিম বন্ধুত্বের হাত
করতে পারি জগত আলো আমার আপন গুণে।
কিন্তু তুমি বা তোমরা বা তোমাদের কি দৈন্যদশা!
একটুখানি সম্মান আর স্বীকৃতি দিতে
এতটা কার্পণ্য করো যে ভুলে যাও আমার অস্তিত্ব।
সাগরের মতো আমারও আছে ঢেউ,
পাহাড়ের মতো আমারও আছে কেউ।
আমি গভীর বনানীর আধার হতে পারি
দিতে পারি নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে
এক জীবনে যতোটা জরুরী তোমার;
আমি সেই মানুষটা,
যে তোমার সবচাইতে অন্তরঙ্গ।।
কিন্তু, কি অদ্ভুত ব্যাপার জানো?
আমার জন্যই এই ধরণীতে
দিনদুপুরে রাত্রি নামে,
আমার জন্য আলোর ছটা
আজ অন্ধকারে নিমজ্জিত;
অথচ তোমার পৃথিবী সম্পূর্ণ আলাদা।
কেন এক মুলুকে তোমাতে আমাতে এতটা ভিন্নতা?
এই সমাজে আমার চলাফেরায় তোমরা
বেঁধে দাও অসংখ্য নিয়ম,
আটকে দাও শৃঙ্খলের বেড়াজালে;
আমার ক্ষেত্রেই যতো হায়েনারা আজ সচেতন
কিন্তু আমি সেই অস্থি মজ্জার মানুষ
যাকে এক জীবনে তোমার ভীষণ প্রয়োজন।।
আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে,
পারবে কি তুমি অস্বীকার করতে
তোমার সকল সাফল্যে আমার অবদান?
একটিবার, শুধু একটিবার গভীরভাবে ভেবে দেখো
আমিও একজন মানুষ, তোমারই মতো,
তোমার জীবনের অবিচ্ছেদ্য একজন মানুষ।।