Jolrajjer Golpo

আমি যখন আমেরিকা গিয়েছিলাম ওখানে ব্লিক আর্ট মেটেরিয়াল সপ এ রং কিনতে যাই আর উইনশন নিউটন গুয়াশ কালার দেখে কিনে নিয়ে আসি । আমি এই কাজগুলোতে পৃথিবীর প্রাচীনতম রং গুয়াশ কালার আর কালি কলম দিয়ে কাগজে ফোক মোটিফ নিয়ে একপেরিমেন্ট করেছি। আবনীন্দ্রনাথ ঠাকুর তার প্রাচ্যরীতির চিত্রকলায় এই রংয়ের ব্যবহার করেছেন ।আমি প্রাচ্যের চিত্রকলার ঐতিহ্যকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি একজন নারীশিল্পী হিসেবে বাংলাদেশের নারীর শিল্পবোধ ও শিল্পীমন তুলে ধরেছি এই শিল্পকর্ম গুলোতে।

এক সময় আলপনার দিয়ে বাড়ির বউঝিরা বিভিন্ন উৎসবে বিভিন্ন রং দিয়ে দরজা ,জানালা এবং উঠান সাজাতো। এই আলপনা আমাদের দেশের গ্রামীন অশিক্ষিত অথচ দারুন শিল্পবোধ সম্পন্ন নারীদের পরিচয় বহন করে। এখন আলপনা আমাদের সার্বজনীন উৎসবের প্রতীক । তাছাড়া তাদের হাতে তৈরী নকশিকাঁথার কথা আর কি বলবো সেখানেও আছে তাদের সূঁচ আর সূতোঁর কাব্যিক একগল্প। আমি এই গ্রামীন শিল্পবোধ সম্পন্ন নারীশিল্পীদের কাজ গুলোকে আমার শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কারন তারা যুগ যুগ ধরে সংসারের জন্য জীবনের সব সময় ব্যয় করেছেন এই নারীরা প্রতিদানের আশা না করেই। আমি তাই বিশ্বের শিল্পকলার পরিমল্ডলে এই গ্রামীন অর্ধশিক্ষিত নারীদের সফলতার গল্প আমার শিল্পকলার মাধ্যমে তুলে ধরতে চাই ।

জলরাজ্যের গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About Author

Donation

Support Our Cause

HerWILL is a nonprofit organization. Your support enables us to accomplish our ambitious goals.

Related Posts

Recent Posts