একজন মেয়ে বা মহিলাকে কিভাবে সমাজ নেগেটিভলি সুনাম করে তার কিছু নমুনাঃ
👉 মেয়েটি চালাক ( বুদ্ধিমতি বলবেন না)
👉 মেয়েটি ঘরের বাইরে গিয়ে টাকা কামায় (চাকুরি করে বলবেনা)
👉 মেয়েটি কথাবার্তায় বেশ তড়তড়ে ( গুড স্পিকার বলবেনা)
👉 মেয়েটি বেশ ভাল তার্কিক ( যুক্তিবাদী বলবেনা)
👉 মেয়েটির পেজ এর ব্যাবসা আছে ( ব্যবসায়ী বলবেনা)
👉 মেয়েটি হিজাব করে (ধার্মিক বলবেনা)
👉 মেয়েটি এম এ পাশ ( শিক্ষিত বলবেনা)
👉 মেয়েটি তার বাবা মাকে চালায় ( দায়িত্ব পালন করে বলবেনা)
👉 মেয়েটি শশুর বাড়ির লোককে ভালই পটিয়েছে ( শশুর বাড়ির লোক কে আপন করে নিয়েছে বলবেনা)
👉 মেয়েটির জামাই বেশ ভাল ( মেয়েটি ভাল বলবেনা)
👉 মেয়ের বাপের অনেক টাকা ( মেয়েটি সম্পদশালী বলবেনা)
এইরকম হাজারো রকমের শব্ধ চয়ন আমাদের শুনতে হয় প্রতিনিয়ত। কিন্তু ব্যপার না, এর মধ্যেও মেয়েরা শিক্ষিত হবে, চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী হবে। তাদের ছেলে মেয়েরা তাদের মায়েদের সঠিক সম্মান ঠিক ই দেবে।
