তুমি জোনাকি
আমি আঁধার ঘন রাত কেমন জানি না
দেখা হয়নি অপার্থিব জোছনা-
আমি অপেক্ষায় থাকি,
হয়ত তোমার সাথেই দেখব
চাঁদের টানে জোয়ার আর পুর্ণিমাও।
আমি শান্ত সাগর দেখেছি
দেখেছি ছাই রঙা মেঘলা আকাশ-
আমি জানার চেষ্টায় থাকি,
হয়ত তোমার দেখা হয়নি
শান্ত সাগর টাও।
আমি ঝড় এর রাত কেমন জানি না
অনুভব করিনি মধ্য দুপুরের রোদ –
আমি উপেক্ষা করি,
মনে হয় – থাক ভুলে যা কিছু পুরনো
হয়ত তুমি দেখেছ।
আমি মায়ার বৃষ্টি দেখেছি
দেখেছি হালকা আলোর জোনাকি
আমি কল্পনা করি-
আমার বাগানের কে জোনাকি
হয়ত তুমি জেনেছ।